আসেনা শুধুই প্রভাত





অর্কদয়ের প্রথম বিন্দু আঁকার আগে,
রিকশাওয়ালা কাজে ছোটে অন্নের তরে।
একটি বেলা কাজ না হলে,
দুটি বেলা অনাহারে কাটে।
শীতের পাখি, পিঠা, প্রেম, প্রকৃতি সব বড়লোকের,
রিকশাওয়ালা শীতে থর থর।
দিনে ছেড়া লুঙ্গী, কোনরকমের গামছা জামার উপর,
আর রাত? যেনো শেষ হয়না খড় কুটো ঢাকা গায়ের।
তবে কাজ ফেলে ভোরে, কোথায় ছুটলো সে?
না গেলেই নয়, সমাজ সেবীরা শীত-বস্ত্র দেবে।
এবার বুঝি কষ্ট গেলো ঘুচে,
দুটি বেলা নাহয় খিল থাক পেটে।
কম্বল নাকি সেথা মিলে, শার্ট, প্যান্ট, চাদর-
আরো কত কি, যেনো সাহেবী আদর।
লাইনে দাঁড়িয়ে ভদ্র আর ধৈর্যশীল সে,
চলছে ফটোসেশান, লাইনে দাড়ালেই পাবে।
“নিউজ হবে নিউজ, ওদের সাথে আমার ছবি ভালো হতে হবে,
আর স্যার আসার আগে এদের এখানেই দাঁড়িয়ে থাকতে হবে”-
সমাজ সেবীদের মুখের কথা এটা, মনের নয়তো একদমি।
সূর্যটা মাথার ওপরে যাবার পায়তারা করছে,
একটি বেলার কাজ হাত ফস্কে গেলো মিছে,
যাক নহয় আরো একটি গোটা দিন, চলুক ধর্মঘট, পেটে,
যদি একটা কম্বল মেলে, শীতের রাতের যন্ত্রনা থেকে বাঁচাতে।
মাত্র কয়েক ঘন্টা পর দু একটি পুরোনো জামা মিলেই গেলো,
দানবীর সমাজ সেবিদের কাজ শেষ হয়েছিলো।
কিন্তু কম্বল? সেকি সবার জন্য? সমাজ সেবীর কি চেনা লোকের অভাব?
তারাই পেয়েছে, তারাই পাবে।
কিন্তু রাত; আবার আসে, ছোট্ট মাটির ঘরে,
একা নয়, পরিবারের সাথে।
শুন্য হাড়ির, ছেড়া বস্ত্রের রাত,
আসেনা শুধুই প্রভাত,............।।

-
Tajim, 02-11-2016
............................

Click here for the Facebook Post.

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.