বাঙালী



বৈশাখের প্রথম লগ্ন ভালোবাসো? নাকি এপ্রিলের ১৪ দিয়ে মনে রাখো? ভেবেছো কখনো? মেখে দু-একটি প্রহর, কখন আসে বৈশাখ, কখন আসে নতুন বছর? তোমার একদিনের হাজার টাকার পান্তা ইলিশের পাতে, রোজ মরিচ-পান্তা খাওয়া লোকটার মুখ কি ভাসে? শ্রমিকের ঘামের দামে কেনা শহরে, ঘুষ নিয়ে ঠকাও সেই শ্রমিকেরে। তখনো তুমি বাঙালী হে- পান্তা ভাতে,ভর্তা, ইলিশে। কৃষকের করের টাকায়, সরকার পড়াচ্ছে তোমায়। আর তুমি শিক্ষিত হয়ে, মেধা সমেত সেটেল বিদেশে। তখনো তুমি বাঙালী হে- পান্তা ভাতে,ভর্তা, ইলিশে। যে দেশ তোমায় মা-বাবা দিলো, অন্ন দিলো, ভাই-বোন দিলো, হাওয়া দিলো, জীবন দিলো, প্রেম দিলো, স্মৃতি দিলো------- তারেই কিনা বেঁচে দিলে, দূর্নীতি,সন্ত্রাসী হরেক ছলে? তখনো তুমি বাঙালী হে- পান্তা ভাতে,ভর্তা, ইলিশে। কতনা বিদেশি চ্যানেল দেখে, যাচ্ছে দেশের টাকা বিদেশে। বিদেশি সিরিয়ালের সস্তা গল্পে, বাংলা সাহিত্য ভুলছো অল্পে। তখনো তুমি বাঙালী হে- পান্তা ভাতে,ভর্তা, ইলিশে। বছরে মাত্র কয়েকটা দিবসে, সরকারী ছুটিতে, দেশের কথা মনে পড়ে? তোমার সন্তানেরা, বাংলা অক্ষর সবগুলো জানে? বাংলা মাসের হিসেব জানে? গ্রীষ্মের মেঘে তুমি কবিতা বাঁধতে জানো? বর্ষার কাঁদায় তুমি প্রেম আঁকতে জানো? শরতের কাশের মায়ায় ব্যাথা খুঁজে পাও? হেমন্তের সবুজ সোনালীতে উৎসব পাও? শীতের পাখির ডানায় শিশির দেখেছো? বাসন্তী চাঁদটার তারার পাহারা দেখেছো? সত্যিই বাঙালী হও এবার থেকে, পান্তা ভাতে,ভর্তা, ইলিশে। একটি দিনে নয়, নয় একটি কালে, চলো বাঙালী হই, সারা জীবনের ফ্রেমে। নববর্ষ শুভ হোক, বাঙালী জাগ্রত হোক।
-
Tajim, 12-04-2017
..........................................................


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.