তুমি আমার বলেছ আমাকে
আরে নাহ, ধ্যাত তাই হয় নাকি?
তবে তোমার চোখ দুটি কিজানি অমৃত দৃশ্য,
অসীম কাল দেখলেও যেন সদা প্রিয়ো ভাষ্য।
তোমার কাজল যেনো আমার লেখা কবিতা,
কত ভালোবাসা কত ভাবনা তাতে আকা।
তোমার গায়ের গন্ধ আমাকে সব
দু:খ- কষ্ট- চিন্তা- ভাবনা- রাগ- অভিমান সব থেকে
নিয়ে যায় কোন অনিঃশেষ দূরত্বে।
তোমার সরল মুখ খানি রূপসী আমি বলবোনা,
শুধু তাতে আমায় পাগল করা ভালোলাগার খেলা।
তোমার কন্ঠ, তোমার চিন্তার কতখানি জুড়ে আমি আছি,
তার যতোটা প্রমাণ আমি পেয়েছি তা বলে বোঝানো আমার অসাধ্যি।
তুমি যখন আমাকে সম্বোধন করো আমার পাগোলটা বলে,
আমার সারা পৃথিবী ভাবে তুমি আমার বলেছ আমাকে।
আর কিবা চাওয়ার থাকতে পারে আমার,
আমার লেখা প্রথম প্রেমের কবিতাটা তোমার।
যদি থাকতো কেউ,
তারে দিতাম এই কথার ঢেউ।
-
Tajim, 19-04-2016
................................................................................
Click here for the Facebook post.
No comments