ইচ্ছে

ইচ্ছে ছিলো রাতভর স্নান করবো জোছনায়,
তুই আমি সৈকতের বালুতে ঢেউয়ের খেলায়।
জানিস, জোছনায় সাগরের ঢেউ সবে
খুব করে ডাকে মেঘের ছদ্মবেশ ধরে।
চাঁদরাঙা ঢেউ গুলোকে লাগে রুপোলী মেঘের দল,
কি মায়া, তুই আমি হেটে যাবো ওর বুকে, বল?
মারমেইড আর ইনানিতে,
তোর হাত আমার হাতে।
উঠবি দরিয়া নগর পাহাড়ে,
আর নামবি হিম ছড়িতে,
সাগর দেখবি আকাশ ছুয়ে,
তাও শুধু আমারই হাত ধরে।

ইচ্ছে ছিলো, চা বাগানে,
মালনিছরা, লাক্কাতুরা বা শ্রীমঙ্গলে,
তোকে দেখবো ক্যাম্পফায়ারের আগুনে,
উঁচু নিচু চায়ের ক্ষেতে, তোর মাথা আমার কাঁধে।
রাতার গুলে নাফা খুমে,
বিছানাকান্দি জাফলং এ,
মাধব কুণ্ডে হাম হামে,
জৈন্তা আর মায়াতে,
ভালোবাসবো শুধু তোকে।

ইচ্ছে হলো কুয়া কাটা,
উদয় অস্তে একই অর্কটা।
তোর আমার সাথে,
জলে ডুববে আর ভাসবে।

ইচ্ছে ছিলো ছেড়া দ্বীপে,
তুই থাকবি আমার সাইকেলে।
প্রবাল কুড়াবো তুই আমিতে,
কাচ নোনা জলে সেন্টমার্টিনে।

ইচ্ছে ছিলো সেই সুন্দরবনে,
এক চাদরে এক ট্রলারে,
তোর হাতের রান্না খাবো,
ষোড়বনে হেটে বেড়াবো।

ইচ্ছে ছিলো কংলাকে,
তুই উঠবি আমার হাত ধরে।
তোর দৃষ্টির জ্যোতি ছড়াবে,
ভোর বেলার সাজেক সূর্যে।

ইচ্ছে ছিলো চিম্বুক পাহাড়ে,
নীলাচলে তোর নীল আঁচলে,
নীলগিরি তে তোর নীল চোখে,
শুধু আমিই তোর নীল আকাশে।

ইচ্ছে ছিলো স্বর্ণ মন্দিরে,
দেখাবো তোকে ভারত নারে,
আমার প্রাণের বাংলাদেশে,
হাজাছড়া আর হাজার ঝড়না আছে।

ইচ্ছে ছিলো আলুটিলা গুহায়,
তুই যখন ভয়ে অন্ধকারে,
তোর পাশে দাঁড়াবো মশাল হাতে,
তুই জড়িয়ে ধরবি আমাকে।

ইচ্ছে গুলো ঘাঘট নদী,
তাজহাটের অই শত সিঁড়ি।
প্রয়াস খুঁজি চিকলি বিলে,
তোর ঠোঁটে তিস্তা দেখে।
ভিন্ন কোন ঘণ্টা জীবন,
স্বপ্ন পুরে চিড়িয়া তখন।

ইচ্ছে হয় বলি, বাসে ট্রেনে,
তুই শুধু আমার কাঁধেই ঘুমাবি।
পাহাড়ে পাথারে ঝড়না পিছলে,
তুই শুধু আমার হাত ই ধরবি।

-
Tajim, 09-09-2017
.....................................................................
Click here for the Facebook post.


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.