স্বাধীনতার অধীনতা

কিছু বর্ণ মস্তিষ্ক থেকে কাগজের পথ খুঁজছে,
কিছু শব্দ থাকতে চায় অনেপনেয় হয়ে,
কিছু কথা ফিরতে চায় লোক থেকে লোকান্তরে,
কিছু কবিতা বাঁজতে চায় লক্ষ ঠোঁটের ভীড়ে,
কিছু গল্প তার সত্য আলো চায় তোমাদের দিতে,
কিছু উপন্যাস চায় কোটি জীবনে প্রাণ সঞ্চারিতে,
কিছু প্রেম চেয়েছিলো দেশের কথা বলতে,
কিছু মন চেয়েছিলো তোমাতে মানুষ জাগাতে,
কিছু তারিখ চায় শুধু তারিখ হয়েই না থাকতে,
কিছু মস্তিষ্ক চেয়েছিলো দেশের জন্য জাগতে,
কিছু স্বপ্ন চেয়েছিলো দেশের কাজে লাগতে,
কিছু অর্থ চায়নি রাস্তার পাশে অযথা ব্যানার হতে,
কিছু সাহাহ্যের ইচ্ছে ছিলো সু-গন্তব্যে পৌঁছাবে,
কিছু সম্ভাবনার অপেক্ষা ছিলো সাড়া পেতে,
কিছু নোট চেয়েছিলো দেশ গড়ার সঙ্গী হতে,
কিছু সময় চায়নি শুধু ভিআইপি দের হতে,
কিছু রাজপথ বন্ধ হতে চায়নি সাধারণের জন্যে,
কিছু আঈন দাঁড়াতে চায় অসহায়ের পাশে,
কিছু খবর চেয়েছিলো আরো সত্য জানাতে,
কিছু বিচার চেয়েছিলো দোষীকে সাজা দিতে,
কিছু ভোট চেয়েছিলো সঠিক ভরসা দিতে,
কিছু আন্দোলন হারতে চায়নি রাজপথে,
কিছু কণ্ঠ সু-দাবী আদায়ে থামতে চায়নি গুলিতে,
কিছু ধ্বনিত শ্লোগান চায়নি ব্যর্থ হতে,
কিছু রক্ত রাঙিয়েছিল দেশ অন্য কিছু অর্জনে,
কিছু আগুন পথিক হতে চাইতো দেশপ্রেমের পথে,
কিছু শক্তির জন্ম ছিনিয়ে আনতে নতুন ভোর কে,
কিছু বিদ্রোহ জন্মেছিলো মানুষের জন্যে,
কিছু চোখ পেতে পারতো আরো সবুজ বাংলাতে,
কিছু সবুজ হারাতে চায়নি কালো ধোয়াতে,
কিছু প্রাণি মরতে চায়নি তোমাদের সভ্যতাতে,
কিছু শিশু বাড়তে পারতো বাসযোগ্য ভূমিতে,
কিছু শিক্ষা চায় সত্যিই শিক্ষার মতো হতে,
কিছু পরীক্ষা চায়নি কলুশিত হতে তোমাদের পাপে,
কিছু বুলেট চায়নি সত্যকে বিদ্ধ করতে,
কিছু নদী চায়নি তোমাদের বর্জ্যে মরে যেতে,
কিছু গ্রাম চায়নি উজাড় হতে তোমাদের হাতে,
কিছু পাখি চাইতো স্বাধীন ভাবে উড়তে,
কিছু মেধাবী চাইতো দেশেই আবিষ্কার করতে,
কিছু নারী চেয়েছিলো সু সন্তানের মা হতে,
কিছু রমনি চায়নি দাসী হতে,
কিছু মেয়ের অধিকার চায় প্রতিষ্ঠিত হতে,
কিছু বাবা ব্যর্থ হতে চায়নি ধর্ষক জন্ম দিয়ে,
কিছু মানুষের আশা ছিলো সত্যিই মানুষ হবে,
কিছু কথা এভাবে প্রকাশ হতে চায়নি ৪৭ লাইনে,
কিছু স্বাধীনতা এভাবে মরতে চায়নি ৪৭ বছরে,
কিছুই হলোনা স্বাধীনতার অধীনতা তে।


-
Tajim, 28-12-2017
..................................................................

Click Here for the Facebook Post.



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.