কুয়াকাটা ট্যুর প্লান ৩ রাত ২ দিন হোটেল ডিটেইলস সহ (ঈদুল ফিতর
২০১৯)
।
১ম দিন - ৬ জুনঃ রাতে ঢাকা থেকে এসি বাসে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা
পথে মাওয়া ঘাটে ডিনার
।
২য় দিন - ৭ জুনঃ কুয়াকাটা পৌছে হোটেল চেক ইন ও
(১) সমুদ্র
অবগাহন
(২) লেবুর চর
ভ্রমণ
(৩) তিন নদীর মোহনা,
(৪) ঝিনুক বিচ
(৫) ফাতরার বন
(৬) সূর্যাস্ত দেখে ফিরে আসব হোটেলে। সন্ধ্যার পর বের হব হালকা নাস্তা ও সমুদ্রের বিচে
হাটাহাটি করতে।
।
৩য় দিন - ৮ জুনঃ
(৭) সকালে আযানের আগে উঠে চলে যাব সূর্য উদয়
দেখতে ঝাউবন থেকে,
(৮) রাখাইন
আদিবাসীদের পল্লী কেরানিপাড়া,
(৯) মিশ্রিপাড়া
বৌদ্ধ মন্দির ও সীমা বৌদ্ধ মন্দির ভ্রমণ,
(১০) গঙ্গামতি
বা গজমতির চর ও জঙ্গল ভ্রমণ,
(১১) সন্ধায়
কুয়াকাটার কুয়া ও নৌকা
(১২) মার্কেটিং
(১৩) রাতের
ফিরতি বাস ( এসি)
।
ফেরা - ৯জুনঃ পরদিন সকালে ঢাকা পৌছাবো ইনশাআল্লাহ.
.......................................................................................................................................
Plan A (Relaxed):
১ম দিনঃ
রাতে ঢাকা
থেকে এসি বাসে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা পথে মাওয়া ঘাটে ডিনার
২য় দিনঃ
কুয়াকাটা
পৌছে হোটেল চেক ইন ও দুপুর পযন্ত সমুদ্র অবগাহন দুপুরের খাবারের পর ফাতরার বন, বিকেলে
লেবুর চর ভ্রমণ, সন্ধায় কুয়াকাটার কুয়া ও সীমা বৌদ্ধ মন্দির ভ্রমণ, রাতে বার বি কিউ
ডিনার
৩য় দিনঃ
ভোরে সূযোদয়
ঝাউবন থেকে, নাস্তা শেষে রাখাইন আদিবাসীদের পল্লী কেরানিপাড়া ,মিশ্রিপাড়া
বৌদ্ধ মন্দির ও গঙ্গামতি বা গজমতির জঙ্গল ভ্রমণ, রাতের ফিরতি বাস ( এসি) পরদিন
সকালে ঢাকা পৌছাবো ইনশাআল্লাহ।
Plan
B (Adventure):
১ম দিনঃ
বিকাল ৪ টায় সদরঘাট চলে আসব সবাই। লঞ্চে করে পটুয়াখালীর পথে রওয়ানা
হব। লঞ্চে ডেকে সবাই একসাথে যাব। কেউ চাইলে কেবিনে যেতে পারবেন অতিরিক্ত খরচ দিয়ে।
কেউ চাইলে শেয়ার বেসিসেও কেবিনে যেতে পারবেন। রাতে লঞ্চেই আমরা খেয়ে নিব।
২য় দিনঃ
লঞ্চ থেকে নেমে আমরা চলে যাব নাস্তা করতে। নাস্তা করে কুয়াকাটার
দিকে যাত্রা করব। কুয়াকাটা পৌছে হোটেলে চেকইন করে সমুদ্র দেখতে বের হব। জোয়ার থাকলে
গোসল করে নিব। তারপর দুপুরের খাবার খেয়ে চলে যাব লেবু বাগান, তিন নদীর মোহনা, ঝিনুক
বিচ, ফাতরার বন দেখতে।
সূর্যাস্ত দেখে ফিরে আসব হোটেলে। সন্ধ্যার পর বের হব হালকা
নাস্তা ও সমুদ্রের বিচে হাটাহাটি করতে। রাতে খেয়ে ঘুম।
৩য় দিনঃ
সকালে আযানের আগে উঠে চলে যাব সূর্য উদয় দেখতে। তার পর আদিবাসী পল্লী,
গঙ্গামতির চর, ঝাউ বাগান, কুপ, নৌকা দেখব। পথে নাস্তা করে নিব। ফিরে এসে গোসল
করে দুপুর ১১.৩০ দিকে তৈরি হয়ে যাব। এর পর আমরা মার্কেটিং করব যে যার মত। দুপুরের খাবার
খেয়ে লঞ্চ ঘাটের পথে রওয়ানা হব। এর ঢাকার লঞ্চে উঠে রওয়ানা হব ঢাকার পথে।
...........................................................................................
Kuakata
Hotels:
1.
হলিডে হোমস (পর্যটন করপোরেশন)
কুয়াকাটা
ফোন :
০১৭১৫-০০১১৪৮৩
ভাড়া : নন এসি
টুইন : ১১০০/-
ইকোনমি : ৮০০/-
2.
ইয়োথ ইন (পর্যটন করপোরেশন)
কুয়াকাটা
ফোন :
০৪৪২৮-৫৬২০৭
ভাড়া: নন এসি
টুইন : ১৫০০/-
এসি টুইন :
২৫০০/-
3.
হোটেল স্কাই প্যালেস,
পর্যটন এরিয়া, কুয়াকাটা
ফোন :
০১৭২৭-৫০৭৪৭৯
ভাড়া : নন এসি
কাপল : ১২০০/-
নন এসি টুইন :
১৪০০/-
4.
হোটেল বনানী প্যালেস,
পর্যটন এরিয়া, কুয়াকাটা
ফোন :
০১৭১-৩৬৭৪১৯২
ভাড়া : নন এসি
টুইন/কাপল : ১২৫০/- (নীচতলা), ১৬৫০/- (উপরের তলা)
ডরমেটরী :
৪০০০/- (৮ বেড)
5.
হোটেল নীলাঞ্জনা
রাখাইন মার্কেট, কুয়াকাটা
ফোন :
০১৭১২-৯২৭৯০৪
ভাড়া : নন এসি
সিঙ্গেল : ৮৫০/-
নন এসি টুইন :
১৪৫০/-
6.
বিশ্বাস সি প্যালেস হোটেল
বেড়ি বাধ, কুয়াকাটা
ফোন :
০১৭৩-০০৯৩৩৫৬
ভাড়া : নন এসি
টুইন : ১৮০০/-
৩ বেডেড রুম :
২০০০/-
7.
সাগর কণ্যা রিসোর্ট লি:
পশ্চিম কুয়াকাটা, কুয়াকাটা
ফোন : ০১৭১১-১৮১৭৯৮
ভাড়া : নন এসি
কাপল : ১২০০/- (নীচতলা),
১৫০০/- (উপরের তলা)
নন এস টুইন :
১৮০০/-
8.
হোটেল কুয়াকাটা ইন
সদর রোড, কুয়াকাটা
৪০% অফ, রমযানে
ফোন- +৮৮০
৪৪২৮৫৬০৩১
মোবাইল-
০১৭৫০-০০৮১৭৭, ০১৯৫৮৩০৫৯৯৯
ভাড়া : ইকোনমি
টুইন/কাপল : ১৫০০/-
ইকোনমি ফ্যামিলি
রুম : ১৮৫০/- (১ ডাবল, ১
সিঙ্গেল)
www.hotelkuakatainn.com.bd
9.
কিংস হোটেল,
সাগর পাড়, কুয়াকাটা
ফোন :
০১৭১৩-২৭৭৬৩০
ভাড়া : ইকোনমি
ডাবল : ৬০০/-
নন এসি ডিলাক্স
: ৮০০
10.
Hotel Sweet Home and Picnic Corner, Kuakata
ম্যানেজার
দেলোয়ার +8801722061105
11.
Sawpnorajjo Park & Resort
এই ঈদের ছুটিতে 20% ছাড়ে
কোম্পানীর নিজেস্ব গাড়ীতে কুয়াকাটা যাওয়া-আসা, থাকা-খাওয়া এবং ট্যুরিস্ট স্পট ভ্রমণ। বুকিং দিতে আজই
যোগাযোগ করুন- 01932232223,
01704196423, 01993020880
Thank you! ভাই যদি সব খরচ উল্লেখ করে দেয়া থাকত ভালো হতো বেশী! ক
ReplyDelete